লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতারএবং নাবালিকা ভিকটিম উদ্ধার।

শেরার করুন

আঃ মাবুূদ স্টাফ

রিপোর্টার।

বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

উল্লেখ্য যে, আসামী মোঃ শাহরিয়া নাফিজ (২২), পিতা-মোঃ শরিফুল ইসলাম (রাজু), সাং-পূর্ব ফকির পাড়া, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাটসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীগন সহ ইং ১০/০২/২০২৪ তারিখ অনুমান সকাল ০৬.০০ ঘটিকার সময় ভিকটিমকে তার বসতবাড়ী থেকে কৌশলে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীগনকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীগনকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ১৪ জানুয়ারী ২০২৫ তারিখ ১৯১০ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪, সিপিসি-২ সাভার কর্তৃক যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুমকুমারি এলাকা অভিযান পরিচালনা করে অপহরণ মামলার অন্যতম প্রধান আসামী মোঃ শাহরিয়া নাফিজ (২২), পিতা-মোঃ শরিফুল ইসলাম (রাজু), সাং-পূর্ব ফকির পাড়া, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। আসামী ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।