আগামী কিছু দিনের মধ্যে সমগ্র পৃথীবি বাংলাদেশকে চিনবে অন্য ভাবে।

শেরার করুন

স্টাফ রিপোর্টার।

সমীহ করা শুরু করবে এদেশকে। ড. ইউনুসের লিডিং এ বিশ্বের ৫০ দেশের লিডিং দেওয়া ২৩০০+ ইনভেস্টর আসবে ইন্টারকন্টিনেন্টালে।

এটা বাংলাদেশ কেন আশে পাশের দেশ গুলোও কখনো ভাবেনি বা করতে সক্ষম হয়নি।
ভাবুন কি হতে যাচ্ছে বাংলাদেশের অবস্থান।
বিশ্বের টেক লিডার এলন মাস্ক থেকে বিল গেটসও আসার সম্ভাবনা আছে।

এলন মাস্কের স্টার লিঙ্ক ইভেন্ট সরাসরি লাইভ ব্রডকাস্ট করবে। ইতিমধ্যে সকল বিশ্বের বড় বড় জায়ান্ট ইনভেস্টর দেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।

যদি এভাবেই চলে তাহলে নতুন কাজ/কর্মসংস্থান এর ক্ষেত্র তৈরি হবে।

আপনারা শুধু স্কিলস অর্জন করেন, 5IR স্কিলস শিখুন, ডিজিটাল ট্রান্সফরমেশান শিখুন। নিজেকে ট্রান্সফরমেশান করুন আর চোখ কান খোলা রাখুন আপডেট নিউজের।

আবার আমরা অচিরেই আসিয়ান দেশ গুলার মেম্বার হয়ে যাব, ইনশাআল্লাহ। বিভিন্ন বিদেশী এম্বেসি দেশে আসছে।

আমরা একটা নতুন দেশ পেতে যাচ্ছি ।
ড. ইউনুস এর জন্য শুভকামনা, তাকে সামনে রেখে এগিয়ে যাক এদেশ,বাংলাদেশের সাধারন মানুষের প্রত্যাশা ড. ইউনুস বাংলাদেশ কে অনেক উপরের দিকে নিয়ে যাক।আমার সোনার বাংলা জাতীয় সংগীত মিলে যাক।