আজ আব্দুল গফুরের জন্মদিন।

শেরার করুন

 

 

 

মুসলেহ উদ্দিন
প্রতিনিধি কক্সবাজার জেলা।

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়া ০২নং ওয়ার্ড টেকনাফ পৌরসভার বাসিন্দা মৃত মোঃ রবি উল্লাহর ছেলে আব্দুল গফুরের জন্মদিন আজ
জন্মদিনের তারিখ ১৫-১০-২০২৪।

প্রত্যেকের জীবনে জন্মদিন একটি বিশেষ দিন। প্রতি বছরেই পরিবার বন্ধু বান্ধব ও প্রিয়জনদেরকে সাথে নিয়ে সারাদিনব্যাপী সময় কাটানো, উপহার বিনিময় এবং মজা করা হয়ে থাকে।

অনেকেই এই জন্মদিন কে নতুন দিনের শুরু মনে করে থাকেন। নতুন করে স্বপ্ন দেখা, নতুন লক্ষ্য নির্ধারণ করার দিন মনে করে থাকেন। অর্থাৎ এই দিনটি আনন্দ, স্মৃতি এবং নতুন লক্ষ্য নির্ধারণের অনুভূতিকে জাগ্রত করে।

এছাড়া জন্মদিন উপলক্ষে যারা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করতে চাচ্ছেন। তারা তারা চাইলে এই পোস্ট থেকে এ বছরের সেরা এবং বাছাই করা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন।

তোমার জন্মদিনের সব আশা গুলো পূরণ হোক।
তুমি সব সময় সুখে থাকো এটাই করি কামনা,
শুভ জন্মদিন।

আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি,
হাজার হাজার বছর ধরে তোমার জন্মদিন ফিরে আসুক
শুভ জন্মদিন।

তোমাকে জন্মদিনের শুভেচ্ছা বন্ধু ও ভাই।তোই সদা খুশি থাকিস এবং আল্লাহর বরকত, রহমত, সন্তুষ্টি এবং
আনন্দ তোর জীবনে বইতে থাকুক
🎂শুভ জন্মদিন🎂।

আজকের এই জন্মদিন তোর সুন্দরভাবে কাটুক,
দোয়া করি আগামী বছরও তোর জন্মদিনটা আলোয় ভরে উঠুক এবং
সুন্দরভাবে দিনগুলো কাটুক শুভ জন্মদিন।

এলো খুশির শুভদিন,
আজ তোর জন্মদিন।
সর্বদা থাকে যেনো তোর মন,
এমনি আনন্দে রঙিন।
শুভ জন্মদিন

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
প্রতিবছর আমাদের বন্ধুদের জন্মদিন উপলক্ষে বেশিরভাগই জীবন হাসির ও মজার স্ট্যাটাস লিখে ফেসবুকে অথবা বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকি।

অথবা বিভিন্ন হাসির স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে উইশ করে থাকি। যতটা পারা যায়, চেষ্টা করি বন্ধুকে পচিয়ে জন্মদিনের উইশ করতে।

তাই এ বছরের সেরা এবং নতুন বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস উল্লেখ করেছি,তাই তোর পছন্দ অনুযায়ী একটি স্ট্যাটাস নির্বাচন করে এবং বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা হিসেবে জানিয়েছে।

তোর জন্য ভালোবাসা, আর উপহার লক্ষ গোলাপ জুই,
শত দিন পরেও বন্ধু থাকবি পাশে তুই,
শুভ হোক প্রতিদিন শুভ জন্মদিন মোঃ রবি উল্লাহর ছেলে আব্দুল গফুরের জন্মদিন।