
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে নিহত জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এর মধ্যে মি. হককে ছয় দিনের এবং মি. মামুনের তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
পুলিশের আবেদনের শুনানি শেষে বুধবার এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সেফাতুল্লাহ।
এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় আরও সাতজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তারা হলেন- সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং সাবেক তিন সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, হাজী মোহাম্মদ সেলিম ও আলী আজম মুকুল।