
জাকির হোসেন
স্টাফ রিপোর্টার,ঢাকা
একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা আর্জেন্টিনাকে জিতিয়েছেন এমলিয়ানো মার্তিনেজ। এক সময়ে দলে সুযোগ না মিললেও তিনি এখন দলের প্রাণ। বিপদে আর্জেন্টিনার শেষ ভরসা। যার অসাধারণ নৈপুণ্যে ৩৬ বছরের বিশ্বকাপ আক্ষেপ ঘুচেছিল আর্জেন্টিনার। অর্জনে পূর্ণতা পেয়েছে মেসির ঝুলি।
আর্জেন্টিনাকে একের পর এক শিরোপা জেতানো এই গোলকিপার কদিন আগেই ৩২-এ পা দিয়েছেন। তাই অবসর নিয়ে না চাইলেও ভাবতে হচ্ছে তাকে। প্রশ্ন উঠছে কবে কখন থামবেন এই আর্জেন্টনার তারকা। যেই প্রশ্নের উত্তরে মার্তিনেজ আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন।
২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন মার্তিনেজ।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সতীর্থ এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাওতারো মার্তিনেজ বসেছিলেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায়। যেখানে নিজের অবসর নিয়ে কথা বলেন মার্তিনেজ।
মার্তিনেজ বলেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে?’ এরপর মার্তিনেজ বলেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন, ‘আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি।’
কাতারে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকতে একদম শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানির শট অবিশ্বাস্যভাবে রুখে দেন মার্তিনেজ। যা নিয়ে মার্তিনেজ বলেন, ‘শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও।’