আলোর দিশারী ফ্রিজ কাপ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ইং সিজন-৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

শেরার করুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

মীর আমিনুল ইসলাম বুলবুল

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহ ভালুকা পাড়াগাঁও আলোর দিশারী
ফ্রিজ কাপ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে (সিজন ৩) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় পাড়াগাঁও আলোর দিশারী ছাত্র এবং যুব একতা সংঘের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বড়চালা সততা বিদ্যুৎ ক্লাব বনাম পাঁচপাই যুব উন্নয়ন সংঘ। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সদস্য (আহ্বায়ক কমিটি) ভালুকা উপজেলা বিএনপি ভালুকা উপজেলা জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন ।

এ সময় অন্যদের মধ্যে সভাপতি জনাব এম.এইচ রুমি প্রধান উপদেষ্টা? পাড়াগাঁও আলোর দিশারী ছাত্র এবং যুব একতা সংঘ। বরেণ্য অতিথি জনাব মো:খলিলুর রহমান (বিএসএস)সাবেক প্রচার ওপ্রকাশনা বিষয়ক সম্পাদক: হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি। উদ্বোধক জনাব এ্যাডভোকেট মাজেদুল করিম সজল আইন বিষয়ক সম্পাদক , ময়মসিংহ দক্ষিণ
যুবদল , ভালুকা সার্বিক তত্বাবধানে মো: ইসমাইল হোসেন। শুভেচ্ছান্তে মো: সাগর আহমেদ , দৈনিক বৈষম্য মুক্ত ময়মনসিংহ জেলা প্রতিনিধি মীর আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।

এবার আলোর দিশারী ফ্রিজকাপ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ইং সিজন -৩
আসরে ৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় টসে জিতে পাঁচপাই যুব উন্নয়ন সংঘ
ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৬০রান করে।

জবাবে বড়চালা সততা বিদ্যুৎ ক্লাব ১৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৬৪ রান করে। বড়চালা সততা বিদ্যুৎ ক্লাব
৪ রানে জয়লাভ করে।

বড়চালা সততা বিদ্যুৎ ক্লাব।

খেলা শেষে প্রধান অতিথি /সভাপতি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক আর খারাপ চিন্তা থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যুবকদের মেধাবিকাশে ভূমিকা রাখে।

সিলেট নগরীতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা। ধারণা করা হচ্ছে তারা কলকাতায় পলাতক আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের অনুসারী। যদিও তাদের পরিচয় এখনো পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে পাঠানটুলা এলাকার ছাত্রলীগের ক্যাডার সাফায়েত এই মিছিলের নেতৃত্ব দিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত করেছে। মিছিলের অধিকাংশই নগরীর বাইরের এলাকার এবং পলাতক নাদেলের অনুসারী।