ঈদ পূর্ণর্মিলনী-২০২৫ইং-উদযাপন”

শেরার করুন

মোঃ রেজাউল করিম

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।

গত (৪-এপ্রিল)২০২৫ইং-রোজ শুক্রবার বিকেলে লালমাইহাটে ঈদ পূর্ণর্মিলন অনুষ্ঠান উৎযাপিত হয়।

গতকাল শুক্রবার বিকেলে জমকালো সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে-বাংলাদেশ জামায়াতি ইসলামির লালমনিরহাট শাখা পক্ষ থেকে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ মোঃ আবু তাহের-জেলা সভাপতি: লালমনিরহাট, জামায়াতে ইসলামি বাংলাদেশ।

এবং উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-লালমনিরহাটের-৩ আসনের প্রাণপ্রিয় আস্থাভাজ মাটি ও মানুষের জামায়াতি ইসলামির মনোনীত এমপি প্রার্থী জননেতা প্রভাষক:জনাব হারুনুর অর-রশিদ সাহেব। ও লালমনিরহাট আদিতমারী-২ আসনের জামায়াতি ইসলামির মনোনীত এমপি প্রার্থী সকল রাজনীতিবিদ আদিতমারীর প্রিয় নেতা অ্যাডঃ ফিরোজ হায়দার লাভলু এ সময় উপস্থিত ছিলেন।

এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মাওলানা জয়নাল আবেদীন সাহেব।
আমির জামাতে ইসলামি বাংলাদেশ,লালমনিরহাট।

উল্লেখ্য যে-উক্ত সাংস্কৃতি অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করে-মনমুগ্ধকর,এক আবেগি পরিবেশ সৃষ্টি করেন।
প্রখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী “ফজলুর হক শামীল”ধর্মীয় আলোচক দিগান্ত টেলিভিশন।

এবং উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।