উল্লাপাড়ার সাবেক এমপি তানভীর ইমামের এক দিনের রিমান্ড মঞ্জুর।

শেরার করুন

মো:সাদমান সাকিব

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

৬৫- সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের আওয়ামিলীগ দলীয় সাবেক সংসদ সদস্য তানভীর
ইমামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানির পর সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শহীদ বাপ্পী তানভীর ইমামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেলোয়ার হোসেন মন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার বিএনপির দলীয় অফিসে অগ্নিসংযোগের মামলায় তানভীর ইমামকে আদালতে হাজির করা হয়। উভয়পক্ষের শুনানির পর আদালত তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিবুল হাসান। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে তানভীর ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে না।