মুসলেহ উদ্দিন
প্রতিনিধি কক্সবাজার জেলা।
একজন সফল কাউন্সিলর ও তার সফলতার ৩ বছর।
গল্পটি লেখার আগে ছোট্ট একটি তথ্য দিয়ে লেখাটি শুরু করতে চাই, ২০২১ সালে টেকনাফ পৌরসভায় ৯টি ওয়ার্ডের মধ্যে ৯ জন কাউন্সিল নির্বাচিত হয়েছিলো , এই নয় জনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাউন্সিলর ছিলেন একজন, টেকনাফ পৌরসভায় ০৯ জন কাউন্সিলের মধ্যে ০১ জনকেই সফল, ও জনপ্রিয় কাউন্সিলর বলা হয়।
আজকে যার গল্প বলবো, তিনি হলেন টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া গ্রামের হাফেজ এনামুল হাসান।
যিনি গত টেকনাফ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে, কাউন্সিলরদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, যার জন্য তাকে একজন সফল কাউন্সিল বলা হয়।
তার সফলতাগুলো কী? কী কী করেছেন তিনি ৩ বছর কাউন্সিলর থাকাকালীন সময়ে ! এই সব বলবো কিন্তু বলার আগে তার কাজের একটা ছোট্ট গল্প দিয়ে শুরু হোক।
"তার নির্বাচনী এলাকায় ছোট্ট একটা গ্রাম পাহাড় তলি ,যে গ্রামের প্রধান পেশা ছিলো মাদক বিক্রি করা। এই গ্রামের অবস্থা এমন ছিলো এদের সকালের নাস্তা সহ প্রতিবেলায় খাবারে পর মাদক সেবন করা লাগতো।
মোট কথা হলো এই গ্রামের প্রতিটি ক্ষেত্রেই ছিলো মাদক ব্যবহার,আর এই গ্রামে মাদক খুব সহজলভ্য হওয়ায়, আশেপাশের গ্রামগুলিতেও মাদকের বিশাল ছড়াছড়ি ছিলো।
গ্রামটি টেকনাফ সীমান্ত বর্ডারে ঘেষে হওয়ায় , দূরদূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে সহজে মাদক নিয়ে যেতে পারতো বলে, এই এলাকাটি মাদকের আখড়া হিসেবে পরিচিতি পেয়েছিলো পুরো টেকনাফ পৌরসভা ব্যাপী।
আজ সেই গ্রামে কোন মাদকের চিহ্ন নেই,সেই গ্রামের মানুষ আজ স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে, আত্মনির্ভরশীল হয়ে কর্ম করছে, স্বাভাবিক সুন্দর জীবন-যাপন করছে,এর পেছনের নায়ক হলো, এই ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়ার জনপ্রিয় কাউন্সিলর জনাব হাফেজ এনামুল হাসান।
প্রশাসনকে সাথে নিয়ে এই জনপ্রিয় কাউন্সিলর হাফেজ এনামুল হাসান গ্রামবাসীকে বুঝিয়ে, শাসন করে এই ভয়াবহ দিক থেকে ফিরিয়ে এনেছেন।
একজন কাউন্সিলরের হিসেবে যদি বলি এর থেকে সফলতার আর কিছু হতে পারে না, তবে কি বেশি বলা হবে? মোটেও বেশি বলা হবে না, বরং কমই হবে।
ছোট্ট একটি ঘটনা বললাম তার ৩ বছরের সময় কালের, এর বাহিরে তিনি এমন আরও অনেক কর্ম করেছেন, যা ০২ নং ওয়ার্ড বাসীই প্রত্যক্ষ প্রমাণ।
তিনি তার ৩ বছর সময়কালে পৌরসভার অনুমোদনে যতগুলো কাজ করছেন সবগুলোর কাজ অত্যন্ত সচ্চতা ও জবাবদিহিতার সাথে করেছে এবং ০২ নং ওয়ার্ড বাসীর মাঝে বুঝিয়ে দিয়েছেন।
এসব কাজের মধ্যে
★ পৌরসভার ভিজিএফ চাউল বিতরণ!
★ ইদুল ফিতর, ইদুল আযহা উপলক্ষে হত দরিদ্রের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ !
★ শীত নিয়ন্ত্রণে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন !
★ পৌর এলাকা ০২নং ওয়ার্ডে রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা করা !
সকল কাজেই ছিলো তার জবাবদিহিতা ও সচ্ছতা।
তিনি এই সব কাজের ক্ষেত্রে জনগনের সামনে সত্য এবং সঠিকটা তুলে ধরেছেন সবসময় !
এ-সব কাজের বাহিরে ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল থেকেও তিনি অসংখ্য কাজ করেছেন।
এর মধ্যে
★ পৌর এলাকার জনবহুল রাস্তা মেরামত !
★ সংস্কার করেছেন টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ০২নং ওয়ার্ডের ঈদগাহ ও জানাযার মাঠ ,খেলার অনুপযোগী ঐতিহ্যবাহি উপজেলা গেইটের সামনে খেলার মাঠ !
★ নিজ উদ্যোগে যুবকদের সাথে নিয়ে পূর্ব পুরান পল্লান পাড়া ০২নং ওয়ার্ডের কবর স্থান সবসময় আগাছা মুক্ত রাখতেন ।
এছাড়া তিনি সবসময় যুবকদের সাথে বিভিন্ন খেলাধুলা
ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ সকল ধরনের সামাজিক খেলায় তার অংশগ্রহণ ছিলো অনুপ্রেরণা জাগানোর মতো !
তার এই সব কাজের জন্য, টেকনাফ পৌরসভা কর্তৃক সম্মাননা পেয়েছেন স্থানীয় ভাবে।
করোনার মতো মহামারিতেও জনসচেতনতা মূলক কাজ থেকে শুরু করে, জনগনের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচী, অসহায় মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছৈ দেওয়া সহ সবকিছুই করেছেন নিজের জীবনকে বাজি রেখে
তিনি হলেন টেকনাফ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাফেজ এনামুল হাসান।
যুব সমাজকে সাথে একটি সুন্দর সমৃদ্ধির ওয়ার্ড গঠনে তার পথচলা ছিলো নিরন্তর। এরই প্রেক্ষিতে তিনি শপথ নেন সমাজ থেকে মাদক নির্মূল করার, করেছেনও। যে ০২ নং ওয়ার্ডকে বলা হতো মাদকের আখড়া, সেই ০২ নং ওয়ার্ডকে তিনি একটি আদর্শ ওয়ার্ডের দিকে নিয়ে গেছেন।
"মাদক কে না-বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন" এ স্লোগানকে সামনে রেখে ০২ নং ওয়ার্ড থেকে মাদক নির্মূলে ৩ টি বছর নিরলস পরিশ্রম করেছেন, সফলও হয়েছেন।
তিনি শুধু ০২ নং ওয়ার্ড নয়, তিনি চেষ্টা করেছেন পুরো পৌর বাসীর বিভিন্ন সমস্যা, বিশেষ করে টেকনাফ বাজারের বিভিন্ন রাস্তাঘাট নিয়ে সব সময় মেয়র মহোদয়কে অবগত ও আলোচনা করেছেন।
পরামর্শ দিয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী, অনেক ক্ষেত্রে সফল হয়েছেন, কিছু ক্ষেত্রে হয়নি।
আজ এই মানুষটি স্বপ্ন দেখেন, পুরো টেকনাফ পৌরসভাকে একটি মাদক মুক্ত আধুনিক মডেল পৌরসভা করার। পরিকল্পনা বিহীন পৌর উন্নয়নের মধ্যে, একটা ধারাবাহিকতা আনার তিনি হলেন টেকনাফ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর জনাব হাফেজ এনামুল হাসান।
আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ পরিকল্পনাকে কবুল করুন আমীন।