রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি এহসানুল স্টাফ রিপোর্টার
গ্রুপ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় "Self-reliance project (Zakat Fund) -2025" এর আওতায় স্বাবলম্বী করণ ও দরিদ্র থেকে রক্ষা করার নিমিত্তে কোদালকাটি ইউনিয়নে ২০ টি মহিলা প্রধান দুস্থ পরিবারের মাঝে, পরিবার প্রতি ০১টি ছাগল, ১০টি মুরগী ০২টি মোরগ, মুরগী ও ছাগলের বাসস্থান, খাদ্য, চিকিৎসা ব্যবস্থাসহ, গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর উদ্দোগে ১৭-০৪-২০২৫ ইং (জি,ইউ,এস) কোদালকাটি চর, অফিস হইতে সরকারী বিধি নিষেধ মেনে, বিনা মুল্যে বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোঃ আঃ লতিফ, পুলিশ প্রশাসন এসআই মোঃ আরমান মিয়া ও মোঃ আঃ মতিন, ইউনিয়ন পরিষদের, সদস্যবৃন্দ, সাংবাদীক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।