কেন্দুয়ার দনাচাপুরে বারণীস্নান ও গঙ্গাপুজা অনুষ্ঠিত

শেরার করুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
মীর আমিনুল ইসলাম বুলবুল :

: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী দনাচাপুর কালিবাড়ির বিশাল পুকুরে মহা কৃষ্ণাত্রয়োদশী তিথি উপলক্ষ্যে গঙ্গাপুজা ও বারণীস্নান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার (২৭ মার্চ) ভোর হতে স্নানোৎসব শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। কাকডাকা ভোর হতে দনাচাপুর,নওপাড়া,শ্রীধরপুর,কুমুরুড়া,লস্করপুর,কেন্দুয়া,আইথর,আটাশিয়া,দূর্গাপুর,জুড়াইল,কুতুবপুরসহ বিভিন্ন গ্রাম থেকে নারী পুরুষসহ পূণ্যার্থীরা এসে স্নানোৎসবে অংশ গ্রহন করেন। স্নানোৎসবের সভাপতি দুলালচন্দ্র চন্দ,সাধারণ সম্পাদক দুলাল দত্ত,পুজারী দীপ্ত ঠাকুর,শিক্ষক ভানু দত্ত,ভূপেন্দ্র চন্দ্র সরকার,প্রবীর দত্ত,প্রহল্লাদ দত্ত,দুলাল সরকার,অসিত দত্ত,সাগর সরকার,রফিকুল ইসলাম, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কমিটির নেতৃবৃন্দ জানান, দনাচাপুর গ্রামবাসীর উদ্যোগে দীর্ঘদিন ধরে সিলেটের তাহেরপুরের ঐতিহ্যবাহী পণতীর্থ উৎসব তিথির সাথে মিল রেখে দনাচাপুর কালিবাড়ি পুকুরে গঙ্গাপুজা ও বারণীস্নানোৎস উদযাপন করে আসছে। উক্ত অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায় ছাড়াও মুসলিম সম্প্রদায়ের মানুষও সহযোগীতা করে থাকেন। এখানে বহু নারী পুরুষ পূণ্যার্থীর সমাগম হয়। আগামী দিনে এই উৎসব আরও বড় পরিসরে করা হবে বলেও আয়োজকরা জানান।