গাজীপুর মৌচাকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

শেরার করুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন।
গতকাল (তারিখ উল্লেখ করুন) মৌচাক ইউনিয়নের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব পীরজাদা সৈয়দ সুলতান মাহমুদ। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মুহূর্তে পীরজাদা সৈয়দ সুলতান মাহমুদ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা নিয়ে আমাদের সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।” তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।