
চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম লক্ষিকুল পাড়া ওসমানের বাড়ির সামনে হতে হান্নানের বাড়ি অভিমুখী রাস্তা ইট সোলিং এর শুভ উদ্বোধন করেন আনোয়ার হোসেন হিটলু চেয়ারম্যান চাঁপাপুর ইইউনিয়ন পরিষদ উপস্থিত ছিলেন ইউপি সদস্য এমদাদুল হক সাঈম ইউপি সদস্য মোক্তার হোসেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাইমা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।