চৌমুহানী-চাঁপাপুর সড়কের বেহাল দশা, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

শেরার করুন

 

স্টাফ রিপোর্টার, দুপচাঁচিয়া (বগুড়া):

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুরুত্বপূর্ণ চৌমুহানী-চাঁপাপুর সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গেছে কার্পেটিং। কাঁচা রাস্তায় পরিণত হওয়া এই সড়কে চলাচল করা যেন মরন ফাঁদে পা দেওয়ার শামিল। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও ব্যবসায়ীদের।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ উপজেলা সদর, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন জরুরি স্থানে যাতায়াত করে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে পুরো সড়ক পরিণত হয়েছে চলাচলের অনুপযোগী এক ভয়াবহ রাস্তায়। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ডুবে যায়, ফলে যানবাহন ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।

ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, “এই রাস্তা দিয়ে মালামাল পরিবহন করতে গেলে অতিরিক্ত সময় ও খরচ লাগছে। অনেক সময় পণ্যও নষ্ট হয়ে যাচ্ছে।”

স্থানীয় স্কুলছাত্রী নুসরাত জানায়, “প্রতিদিন স্কুলে যেতে গিয়ে ভয় লাগে। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকে। অনেকদিন ধরে রাস্তাটি এই অবস্থায় পড়ে আছে।”

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগকে জানানো হলেও কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুর্ভোগ যেন নিয়তির অংশ হয়ে গেছে।

এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, চৌমুহানী-চাঁপাপুর সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও আরও বাড়বে।

স্থানীয়দের দাবি:

জরুরিভিত্তিতে গর্ত ও ভাঙাচোরা স্থান মেরামত করা।

পূর্ণাঙ্গ কার্পেটিং করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

জননিরাপত্তা ও জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কার করা।

উপজেলা সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

অতএব, চৌমুহানী-চাঁপাপুর সড়ক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।