
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিলের শুনানি মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে আজ দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে ২১ জানুয়ারি মঙ্গলবার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- বাসসের খবরে বলা হয়েছে, শুনানিতে জামায়াতের আইনজীবীরা বলেছেন, জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল।
আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিশির মনির ও এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
৫ই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ২২শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেয় আপিল বিভাগ।
এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়।
২০১৩ সালের পহেলা অগাস্ট একটি রিটের শুনানিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।
পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে পরে সেই আপিল শুনানিতে জামায়াতের আইনজীবীরা উপস্থিত না থাকায় আপিলটি খারিজের আদেশ দিয়েছিল আদালত।