
এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ)
শেরপুরের ঝিনাইগাতীতে গৌরীপুর সমাজ সেবা সংগঠনের উদ্যেগে হতদরিদ্র অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৭মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব গজারীকুড়া ঈদগাহ মাঠে এসব পন্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক সুলতান মাহমুদ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, অসহায় হতদরিদ্র গরীব মানুষের মুখে হাসি ও ঈদের আনন্দকে সবাই মিলে ভাগাভাগি করে নিতে ওইসব পন্যসামগ্রী বিতরণ করার উদ্যেগ গ্রহণ করা হয়েছে।
গৌরীপুর সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ঈদ উপহার হিসেবে পন্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি। ভবিষ্যতে পন্যসামগ্রী আরও বৃদ্ধির পাশাপাশি বস্ত্রবিতরনের আশা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে, মো:সেলিম মিয়ার সভাপতিত্বে, ও প্রবাসী, ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক প্রকৌশলী সুলতান মাহমুদ, এসময় আরও উপস্থিত ছিলেন, গৌরীপুর সমাজ সেবা সংগঠনের সভাপতি মো; আরিফ মোশারফ, মো: জাহিদ হাসান, ২নং ইউপি সদস্য আনোয়ার হোসেন, নূরে-মদিনা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মৌলভী মো: শাজাহান, হাজী মো: জহির উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী আশরাফুল ইসলাম, মো; আব্দুল হেকিম, মো: মোশারফ আকন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য: গৌরীপুর সমাজ সেবা সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, তাই বিত্তবান দানশীল ব্যাক্তিদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন সংগঠনের কর্মীরা।