
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
মনিরুজ্জামান
টাংগাইল যমুনা সেতু- ময়মনসিংহ লিংক রোডে ,বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময় ,ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সততা পরিবহন ও কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই ৪ জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ৮ জন। টাংগাইল হাসপাতাল মর্গে লাশ গুলো রাখ হয়েছে । রির্পোট লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এ দিকে এঘটনা কে কেন্দ্র করে টাংগাইল – কালিহাতী -এলেঙ্গা মহাসড়কে দীর্ঘ যানজট দেখা গেছে ।সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার বাম পাসের লেনে শত-শত গাড়ি থেমে থেমে চলছে । ভোগান্তির শিকার উত্তরবঙ্গ গামী হাজার – হাজার যাত্রী। শুক্রবার দুপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। দায়িত্বরত পুলিশ জানিয়েছে , গাড়ি চালকদের অসহযোগী প্রতিযোগিতায় ও বৃষ্টির কারণে যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে ।তবে শীর্ঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে।