
মুসলেহ উদ্দিন
প্রতিনিধি কক্সবাজার জেলা।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়িসহ ১০টি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া নামক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কাসেমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। গ্রামের বাড়িঘর গুলো পাশাপাশি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে,পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক আবুল কাসেম জানান, তার ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও ৯টি ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হয়ে উখিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন ততক্ষণে আগুনে ১০টি ঘর পুড়ে যায় পুড়ে যাওয়া ওইসব বাড়িতে স্থানীয় বিভিন্ন কেটে খাওয়া বসবাস করতো, ঘটনার সময় বেশির ভাগ মানুষ বাড়ির বাহিরে ছিল।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো হলো— আবুল কাশেম, আবু তাহের, মনির আহমেদ, আবুল হাশেম, নুরু মিস্ত্রি, সাব্বির আহমদ রশিদ আহমদ, সৈয়দ আকবর দলু মিয়া ও ইমরান হোসেনের বাড়ি,বাড়িগুলোর ভেতর থেকে কিছু বের করা সম্ভব হয়নি।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অনেকটা দূরে হওয়ার কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।