টেকনাফে বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে নারী পুরুষ শিশুসহ আটক ২৪

শেরার করুন

 

মুসলেহ উদ্দিন
প্রতিনিধি কক্সবাজার জেলা।

টেকনাফে বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে নারী-পুরুষ শিশু’সহ আটক ২৪

ফারুকুর রাহমান, টেকনাফ : অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফে সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন নারী পুরুষ ও শিশুসহ তিন দালাল চক্রের সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১ টায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিকদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য

টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার বাসিন্দার নুনা বেগমের বসত বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে নারী ও পুরুষ ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক নারীসহ তিন জন মানব পাচারকারী চক্রের সহযোগী রয়েছে।

তিনি বলেন, আটককৃত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।