টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন উদ্ধার, ৫ মানবপাচারকারী আটক, অস্ত্র জব্দ

শেরার করুন

জেলা প্রতিনিধি কক্সবাজার।

 

কক্সবাজারের টেকনাফে সাগরপথে ‘মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে’ জড়োকালে পাঁচজন দালালকে আটক এবং রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বলে দাবী জেলা পুলিশের।

 

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় আটক করা হয় ৫ দালালকে। তাদের কাছ থেকে ৪ টি রাইফেলের গুলি, ১ টি রামদা ও ১ টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

 

রোববার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয় বলে দাবী করে পুলিশ। অভিযানে ভুক্তভোগীদের উদ্ধার ও অপরাধীদের আটক করা হয়।

 

উদ্ধার ভুক্তভোগীদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। এতে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু।

 

পুলিশ সুপার বলেন, মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।