টেকনাফ পৌরসভার দায়িত্বরত প্রধান কর আদায়কারীর রবিউল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

শেরার করুন

মুসলেহ উদ্দিন
জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান কর আদায়কারী রবিউল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ উঠেছে।

আজ রবিবার (০১ ডিসেম্বর ২০২৪ইং)
টেকনাফ পৌরসভায় রবিউল আলম নামের এক প্রদীপ কুমারের জন্ম হয়েছে, টাকা ছাড়া হয়না সাধারণ মানুষের পারিবারিক সনদ ও ওয়ারিশ সনদ এবং কর আদায়ের রশিদ।

তিনি সাধারণ মানুষকে হয়রানিসহ আরো নানা ধরনের হুমকি দিয়ে আসছে  বলে জানা যায়।
ঘুষ ছাড়া করতে চাইনা সাধারণ মানুষের কাজ,

জানা যায়, পারিবারিক সনদের জন্য পৌরসভা থেকে ১০০ টাকা  ফি বরাদ্দ থাকলেও রবিউল আলম নামের প্রদীপ কুমার নেয় ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত, ওয়ারিশ সনদ জন্য পৌরসভা থেকে১০০ ফি বরাদ্দ থাকলেও রবিউল আলম নামের এই দূর্নীতিবাজ ও টাকা আত্মসাৎকারী নেয় ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত
আরো অনেক অজুহাত দেখিয়ে হাতিয়ে নিচ্ছে গরীব দুঃখী সাধারণ মানুষের হাজার হাজার টাকা ।

সূত্রে আরো জানা যায়, টেকনাফ পৌরসভায় পুরান পল্লান পাড়া ০২নং ওয়ার্ডের মহিলা কমিশনার কোহিনুর আক্তারের বাড়ির পাশে এক রোহিঙ্গা পরিবারকে হোল্ডিং ট্যাক্স করে দিয়ে হাতিয়ে নিয়েছে ১০ হাজার টাকার বদলে ৬০ হাজার টাকা ।

এবং ব্যাংক ট্যাক্সের টাকা জমা দেওয়ার নামেও সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা , ট্যাক্সের রশিদে টাকার পরিমাণ লিখা থাকে ৬০০ টাকা রবিউল আলমের টেবিলে দিতে হয় ১০০০ / ১৫০০ টাকা , সাধারণ মানুষের দাবি অনতিবিলম্বে রবিউল আলম নামের এই প্রদীপ কুমারকে টেকনাফ পৌরসভা থেকে অপসারণ ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।