দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরার করুন

০৩/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.১৫ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়, সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এবং অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ)/এস.এম সাইফুর রহমান সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোঃ লোকমান হোসাইন ও ফোর্স সহ এসএমপি‘র দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর পয়েন্ট সংলগ্ন গ্রীন লাইন পরিবহন (প্রাঃ) লিমিটেড এর কাউন্টারের ভিতরে হতে

আসামী ১। মোঃ রুহুল আমিন (২৪), পিতা-জাহের মিয়া, মাতা-আলেয়া বেগম, সাং-নলগড়িয়া, থানা-বিজয় নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া‘কে আটক পূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় তল্লাশীকালে আসামী মোঃ রুহুল আমিন (২৪) এর নিজ হাতে বের করে দেওয়া মতে (ক) ০১টি কালো রংয়ের পিঠ ব্যাগের ভিতর হলুদ রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ০১ প্যাকেট গাঁজা, যার ওজন ০৬ কেজি, প্রতি কেজি গাঁজার মূল্য অনুঃ ২৫০০০/-(পঁচিশ হাজার) টাকা করে সর্বমোট মূল্য অনুমান ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক ০৩/০১/২০২৫খ্রিঃ তারিখ ০০.২৫ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০২/০২, তাং-০৩/০১/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১৯(খ) রুজু করত: যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামী‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।