দিনাজপুর জেলার বোচাগঞ্জ  থানা এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শেরার করুন


স্টাফ রিপোর্টার।

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৯/০৪/২০২৫ তারিখ ১৫৩০ ঘটিকার সময় সিপিসি-২, নীলফামারী র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন ডহরা গ্রামস্থ্য ডহরা জাবারীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বীরগঞ্জ হতে পীরগঞ্জ গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামির দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে  ৫৯৩ (পাঁচশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল (৩২), পিতা- ইসমাইল হোসেন, সাং- আটকড়া (রাতোর ইউনিয়ন), থানা-রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য ধৃত আসামীসহ জব্দকৃত আলামত দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।