
ডেক্স রিপোর্ট
সংবাদ দাতা:
টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া ৬নং ওয়ার্ডের আব্দুর রশিদ গং কর্তৃক প্রতিবন্ধী আব্দুল খালেক (প্রকাশ) কালু হোসনের বসত বাড়িতে হামলার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ৪-১০-২০২৪ইং সকাল ৬ ঘটিকার সময় আব্দুর রশিদ গং কর্তৃক হামলা করে গাছপালা কেটে ফেলা হয় এরপরে তাদের উপর হুমকি দেয় বলেই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার টেকনাফ মডেল থানার কর্তৃক শরণাপন্ন হলে টেকনাফ মডেল থানায় এস আই কামাল ঘটনাস্থলে যান। ঘটনার বিষয় সম্পর্কে এসআই কামালের কাছ থেকে জানতে চাইলে এসআই কামাল জানান টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে দুই পক্ষ্যের মধ্যে বিচারে বসার প্রতিশ্রুতি দেন।
ভুক্তভোগী পরিবার আরো জানান তারিখ নং ০১/০৩/ ২০২২ সালে আব্দুর রশিদ গং কর্তৃক হামলা করে গাছপালা কেটে ফেলেন তখনো ভুক্তভোগী পরিবার টেকনাফ মডেল তারার শরণাপন্ন হয়েছিলেন বলেই জানান। ভুক্তভোগী পরিবার জানান এইভাবে আমাদের উপর নির্যাতন করে আসছেন আব্দুর রশিদ গং পরিবার। ভুক্তভোগী পরিবার বলেন নিন্দনীয় এই কাজের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সুস্থ ও সুন্দর বিচার চান। ভুক্তভোগী পরিবার আশা রাখেন সুস্থ তদন্তের মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠিত হবে বলেই আশা রাখেন। ভুক্তভোগী পরিবার জানান গাছ কেটে ফেলেছে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০০০০ হাজার টাকার বলেই জানান। ভুক্তভোগী পরিবার আরো জানান দিনের পর দিন তাদের উপর এই যে নির্যাতন করা হচ্ছে তা প্রশাসনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটাতে চান। ভুক্তভোগী পরিবার আরো বলেন সুস্থ বিচার প্রতিষ্ঠা না হলে আব্দুর রশিদ গং কে আইনের আওতায় আনার জন্য টেকনাফ মডেল থানার প্রশাসনের প্রতি জোর দাবি জানান।