
তালাশ
দুপচাঁচিয়া প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া আদর্শ ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকলে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চক্ষু মেডিকেল ক্যাম্প, কেক কর্তন মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
থানা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আলীর পরিচালনায় বর্ণাঢ্য র্যালি ক্লাব চতুর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা ক্লাবের সভাপতি আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্লাবের সকল সদস্যবৃন্দদের নিয়ে মধ্যান্য ভোজের আয়োজন অনুষ্ঠিত হয়।