
দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়নে
ভিডাব্লিউবি’র চাল বিতরণদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন।
এ সময় চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, ট্যাক অফিসার সহকারি প্রোগ্রামার সাদ্দাম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা পলাশ কুমার, হিসাব সহকারি কাম কম্পিউটার সাহিন আলম, প্যানেল চেয়ারম্যান মেম্বার ওমর আলী, আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা মেম্বার কাবেরী মাহমুদা, হাওয়া বিবি সহ মেম্বাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ দিন ৪৩১ টি নতুন কার্ডধারীর অসহায় দুঃস্থদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে মোট ১২.৯৩০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।