
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মীর আমিনুল ইসলাম বুলবুল :–
ময়মনসিংহের ধোবাউড়ায় ১৩৮ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার এর সার্বিক দিক-নির্দেশনায় ইন্সপেক্টর তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের গলাভাঙা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চালক বিহীন একটি সাদা টয়োটা প্রিমিও প্রাইভেটকার থেকে বস্তায় কাঠনে ভর্তি ভারতীয় ১৩৮ বোতল মদ আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, একটি সাদা টয়োটা প্রিমিও প্রাইভেট কারে করে চোরাকারবারিরা ভারতীয় চোরাই মদ পরিবহন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গলইভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি লক করে ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে যায়।
প্রাইভেট কারের ভিতর থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় কাঠনে রক্ষিত ১৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ভারতীয় মদসহ প্রাইভেটকার থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ভারতীয় মদের বাজার মুল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় ধোবাউড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল-মামুন সরকার বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।