নেত্রকোনায় সুস্থ্য ধারার নাট্যচর্চা বিষয়ক দিনব্যাপী সেমিনার

শেরার করুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :মীর আমিনুল ইসলাম বুলবুল :–

নেত্রকোনা জেলার অর্ধশতাধিক নারী-পুরুষ অভিনয় শিল্পীদের নিয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘প্রত্যয় বাংলাদেশ নাট্যদল’ এর আয়োজনে শনিবার (১ মার্চ২০২৫) সকাল থেকে বিকাল পর্যন্ত নেত্রকোনার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ এন্ড লোকসাহিত্য গবেষণা একাডেমির হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রত্যয় বাংলাদেশ নাট্যদল ও ভাষা সৈনিক আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইকবাল হাসান তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল এর নাট্যকলা বিভিগের প্রধান ড. মো: কামাল উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখে, লেখক, পালা- নাট্যকার রাখাল বিশ্বাস,অভিনয় শিল্পী মইজ উদ্দিন তালুকদার,এমএ সালাম গজনবী,প্রত্যয় বাংলাদেশ নাট্যদলের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল,সাধারণ সম্পাদক কবি পহেলী দে

অভিনয় শিল্পী ও কেন্দুয়া পৌরসভার সাবেক সংরক্ষিত আসনের কাউন্সিলর বিলকিস আকতার জবা,মাহবুব আলম জানু,আবুল কাশেম,শেফালী বিশ্বাস,বিজয় দাশ প্রমুখ। প্রত্যয় সংগঠনটির সমন্বয়ক শেখ ফরিদের সঞ্চালনায় সেমিনারে,সুস্থ্য ধারার যাত্রা নাটক চর্চা,নাটক পরিবেশন ও নাট্য সংগঠন গুলোকে একত্রিত করে আদি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ছাড়া অভিনয় শিল্পীদের প্রশিক্ষণে সহযোগীতার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি ড. কামাল উদ্দিন। এসময় অনুষ্ঠানের সভাপতি ইকবাল হাসান তপু শিল্পীদের আশ্বস্ত করে বলেন, আপনারা সারা জেলার যত নাট্যশিল্পী আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে শিল্প চর্চা করুন কামাল সাহেবকে নিয়ে আমিও আপনাদের পাশে সব সময় থাকবো। আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধংস হতে দেওয়া যাবে না,একে বাঁচিয়ে রাখতে সকল শিল্পীদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরি করে এ শিল্পকে আবারও বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে যাত্রাদল মালিক, নবীণ-প্রবীণ নারী পুরুষ শিল্পী, বাদ্যশিল্পী,রূপসজ্জাকর (ম্যকাপ ম্যান), বেশকার,গায়কসহ বিভিন্ন পর্যায়ের শিল্পী কলাকৌশলীগণ উপস্থিত ছিলেন।