ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মীর আমিনুল ইসলাম বুলবুল :--
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে অজ্ঞাত ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৭ ।
সোমবার (১৭ মার্চ) তারাবী নামাজের আগে আনুমানিক রাত ৮ টায় সাউদপাড়ার মতির মোড়ের কাছাকাছি এক দোকানের সামনে এ মারামারি / সংঘর্ষের ঘটনা ঘটে ৷
স্থানীয় সূত্রে তরুকপাড়া গ্রামের চা বিক্রেতা আঃ লফিফের ছেলে রাজু, মাছ বিক্রেতা মিলনের ছেলে ও রকিসহ কয়েকজনের সাথে এক ব্যবসায়ীর দোকানের হৃদয়সহ কর্মচারীদের মধ্যে অজ্ঞাত ও পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা যায় । যা এক পর্যায়ে টেঙ্গরি ও সাউদপাড়া গ্রাম বনাম তরুকপাড়া গ্রামের লোকজনের মধ্যে প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয় । এ সময় দেশীয় যন্ত্রপাতি ও ইটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় । সরেজমিনে মতির মোড় হতে কলেজ মোড় পর্যন্ত ইটের টুকরো চোখে পড়ে যথেষ্ট ।
উক্ত সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ । আহতরা হলেন, কুণ্ডলী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে গণি মিয়া, টেঙ্গরি গ্রামের রুবেল, টেঙ্গরি গ্রামের আঃ আলীর ছেলে ইমরান, আবু মিয়ার ছেলে নূরু, সাউদপাড়ার হেকিম মিয়ার ছেলে জুয়েল (৩৯), সিংহেরগাঁও গ্রামের ছামেদ আলীর ছেলে গোলাপ মিয়া (৩৫) ।
উল্লেখ্য তুরকপাড়া গ্রামের মৃত আল্লাদ মিয়ার ছেলে রবি আউয়াল (৩৫)কে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিদায় নেন ।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।