
মোহাম্মদ আবুল কালাম
প্রতিনিধি গাজীপুর সদর।
,,পবিত্র মাহে রমজান হলো ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মাস, যা মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফেরাত এবং নাজাতের মাস, এই মাসে মুসলিমরা রোজা রাখার পাশাপাশি, তওবা ইস্তেগফার সদগা করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে।
,, তারাবি নামাজ,রমজান মাসের বিশেষ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা, এসারের নামাজের পর জামাতে আদায় করা সুন্নতে মুয়াক্কাদা। তারাবির নামাজ সাধারণত ২০ রাকাত হয়ে থাকে, তবে অনেক স্থানে ৮ রাকাত প্রচলিত আছে। তারাবির নামাজ খুশু খুশু এবং ধীরস্থিরভাবে মনোযোগিতার সাথে আদায় করা, তবে পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ তারাবি আদায় করা, তবে মহিলারা ঘরে বসে আদায় করলেও সওয়াব হবে, কোরআনের হাফেজেরা তারাবিতে সম্পন্ন কোরআন খতমের চেষ্টা করে।।
,,রমজান মাসে আমাদের করণীয় হল বেশি বেশি আল্লাহ তায়ালার জিকির করা তওবা ইস্তেগফার করা নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া সদাকা করা ইফতার করানো ফিতরা দিয়া এ সমস্ত কাজ আল্লাহতালা সন্তুষ্টির জন্য করা,
,,আর বর্জনীয় বিষয় হল আমাদেরকে মিথ্যা থেকে নিজেকে পরিহার করা,জেনা ব্যভিচার না করা,ওজনের না কম দেয়া, এবং বিভিন্ন ধরনের ফায়সা কাজ থেকে নিজেকে বিরত রাখা,এবং আল্লাহ তায়ালার যা নিষেধ এবং আদেশ করেছেন তা সঠিকভাবে আমাদেরকে আদায় করা।
,,,
রমজান মাসে তারাবি এবং অন্যান্য মাধ্যমে অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার সান্নিধ্য অর্জন করার চেষ্টা করা।