
সাংবাদিক শিরিন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাটে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় জোসনা বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন।
২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগম পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জোসনা বেগম (৫০) ৬নং বেতকাপা ইউনিয়ন পরিষদে পারিবারিক কাজের জন্য অটোযোগে ঢোলভাঙ্গা থেকে মাঠেরহাটে পৌঁছার পর রাস্তা পারাপারের সময় গাইবান্ধা থেকে বগুড়াগামী আলিফ মিম ঢাকা-মেট্রো-ব-১১-২০৭৭ পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় জনতা গুরুতর আহত মহিলাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। ঘটনার পরপরই রযাবের টহল টীম ঘাতক বাসটিসহ ১ জনকে আটক করে পলাশবাড়ী থানায় সোপর্দ করেছে।