পিরোজপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আজগর আলী গ্রেপ্তার

শেরার করুন

 

এস এম এ গোফরান
স্টাফ রিপোর্টার :-

পিরোজপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়াডের্র উত্তর নামাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজগর আলী শেখ উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়াডের্র উত্তর নামাজপুরের মৃত আনছার আলী শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মাদক ব্যবসায়ী আজগর আলীকে আটক করা হয়। তখন তার দেহ তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তার বসতঘরের সামনে থেকে কালো রংয়ের ব্যাগ থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফুল মিয়া জানান, সাইফুল নামে এক ব্যক্তি খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা এবং ফেনসিডিল সংগ্রহ করে তার নিকট সাপ্লাই দিত। আর তিনি তা পিরোজপুরের বিভিন্ন মাদক বিক্রেতাদের কাছে খুচরা বিক্রি করেন।

তাকে এলাকার একজন ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ দাবি করে পিরোজপুর সদর থানার ওসি মো. সোবাহান হোসেন বলেন, ‘আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।