পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে যুবদলের সভাপতির বাড়িতে হামলা

শেরার করুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

মীর আমিনুল ইসলাম বুলবুল:–

নেত্রকোনার পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ঘাগড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ হোসেন বেলাল (৪৩)। আহত মোশাররফ হোসেন বেলাল উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের বোয়ালিয়া কান্দা গ্রামের মৃত মাওলানা শহিদুল ইসলামের ছেলে।

গত বৃহস্পতিবার (৬মার্চ) আনুমানিক ২টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি।
পরে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একই গ্রামের জালাল উদ্দীন তালুকদারের গংদের সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল মোশারফ হোসেন বেলালের। এর জেরে ৬মার্চ বৃহস্পতিবার বিকাল আনুমানিক ২টার দিকে জালাল উদ্দীন তালুকদার তার লোকজন নিয়ে মোশাররফ হোসেন বেলাল এর বাড়িতে গিয়ে হামলা করে। এতে মোশাররফ হোসেন বেলাল গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।