প্রাণ গেল ছিনতাইকারীর হাতে, কক্সবাজার আর যাওয়ার হলো না!

শেরার করুন

জাকির হোসেন

স্টাফ রিপোর্টার,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক প্রাণ হারিয়েছেন। তার নাম হাফেজ মো. কামরুল হাসান (২৩)। বুধবার রাত নয়টায় সায়দাবাদ ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার অ্যানড্রয়েড মোবাইল ফোন ও ৭ হাজার টাকা নিয়ে গেছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. আতিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে যায়। পরে স্বজনরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরুল নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের কাপড় ব্যবসায়ী ইমাম হোসেনের ছেলে। বর্তমানে রায়েরবাগ মুজাহিদ নগরে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড়।

ইমাম হোসেন বলেন, ছেলে হাফেজি পাশ করার পর তার সঙ্গে ব্যবসা দেখাশোনা করতো। বুধবার রাতে বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা ছিল।

বাবার অভিযোগ, বন্ধুরা কেন রায়েরবাগ থেকে তাকে গাড়িতে উঠালো না। আর এরকম ঘটনা শোনার পর কোনো বন্ধু তাকে দেখতে আসেনি। এমনকি কামরুল সায়দাবাদে পৌঁছানোর আগেই তার বন্ধুরা গাড়ি ছেড়ে কক্সবাজারের উদ্দেশে চলে গেছে। তার বাবার সন্দেহ, এ ঘটনায় বন্ধুরা জড়িত আছে।