
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
এবার বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৪ এ ১৯ জন বৃত্তি পেয়ে মির্জাগঞ্জ জিনিয়্যাস স্কুল এন্ড কলেজ অতীতের সকল সাফল্যের রেকর্ড ছাড়িয়ে পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করছেন। এ ঈর্ষণীয় সাফল্যে সকল শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ নুরজাহান তানিয়া।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জনে ও বহুল প্রত্যাশিত সাফল্যের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি ১৯ জন কৃতি শিক্ষার্থীদের স্কুল কর্তৃক সংবর্ধিত করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়েছেন ৮ জন ও সাধারণ বৃত্তি প্রাপ্ত হয়েছেন ১১ জন
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফাতিয়া আয়াত, তাহসিন হোসেন, আবির খান, সিলভিয়া মেহজাবিন, আব্দুল বিন মুসা, তাছমিয়া আক্তার মিম, ইফতিয়া নুর, তাসমিয়া মেথী।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ নুরজাহান তানিয়া জানান- শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জনে সকল শিক্ষকদের চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফলে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ধারাবাহিক সাফল্যতায় সকলের দোয়া কামনা করেন।