
মোঃ নুরুজ্জামান আহমেদ
দৈনিক বৈষম্য মুক্ত উপজেলা প্রতিনিধিঃ
সারাবিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে দেশব্যাপী ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশেসহ বিক্ষোভ সমাবেশর বিক্ষোভ মিছিল করে লালমনিরহাট জেলার জামায়াত মুসলিমের জনতা।
অদ্য সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩ ঘটিকা হইতে লালমনিরহাট জেলার কেন্দ্রীয় মসজিদ হইতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলার মিশন মোড় গোল চতুরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়াও লালমনিরহাট জেলার শহরের বিভিন্ন জায়গাসহ এই বিক্ষোভ মিছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও পালন করেন।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার আমীর অ্যাডভোকেট আবু তাহের। ও লালমিরহাট জেলা সেক্রেটারী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
এ সময় বাংলদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার আমীর অ্যাডভোকেট আবু তাহের বলেন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র তাদের উপর সন্ত্রাসী বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাবো ইসরাইলি হামলা বন্ধ হোক । আপনারা সারা বিশ্বে মানবতার শান্তির বুলি উড়ান ফিলিস্তিনে হাজার হাজার শিশু হত্যা চালাচ্ছে এখন আমাদের মানবতা কোথায়?
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমিরহাট জেলা সেক্রেটারী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
বলেন মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে। ফিলিস্তিনের প্রতিটি হত্যার প্রতিশোধ নিতে হবে।আমাদের ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।
আমরা বাংলার জমিন থেকে বলতে চাই আল-আকসা আমাদের। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। সেই সাথে দেশবাসীকে ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান ও জানিয়েছেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক। সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়েত ইসলামী যুব বিভাগের সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দসহ আরো অনেকেই।
উক্ত সমাবেশে বিভিন্ন সংবাদ কর্মী ব্যক্তিবর্গরাও ভূমিকা পালন করেছেন।