
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ।
বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে দেশব্যাপী ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশেসহ বিক্ষোভ সমাবেশর বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ মহানগর জামায়াত ও তাওহিদী মুসলিমের জনতা।
আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়াও ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গাসহ এই বিক্ষোভ মিছিল তাওহিদী জনতা জামায়াতি ইসলামির নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল পালন করেন।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা জামায়াতের আমীর আব্দুল করীম, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র তাদের উপর সন্ত্রাসী বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাবো ইসরাইলি হামলা বন্ধ করেন। আপনারা সারা বিশ্বে মানবতার শান্তির বুলি উড়ান ফিলিস্তিনে হাজার হাজার শিশু হত্যা চালাচ্ছে এখন আনাদের মানবতা কোথায়?
বক্তারা আরও বলেন,মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে। ফিলিস্তিনের প্রতিটি হত্যার প্রতিশোধ নিতে হবে।আমার ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।
আমরা বাংলার জমিন থেকে বলতে চাই আল-আকসা আমাদের। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। সেই সাথে দেশবাসীকে ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, সহকারী সেক্রেটারী আনোয়ার হোসেন সুজন,মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ মুজাহিদসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দসহ আরো অনেককে।
এ সময় বিভিন্ন সংবাদ কর্মী ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন