তালাশ তালুকদার, প্রতিনিধি, বগুড়া
জোর করে সবকিছু ভোগ করা যায় না, এ সমায তা কখনো মেনে নিবে না। দেশ স্বাধীন হওয়ার পরও দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। দেশবাসী ও প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেছেন হামলার শিকার সাগর।
ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার অন্তর্গত, দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া গ্রামে।
হামলার শিকার হয়েছেন একজন মৎস্য ও ফার্নিচার ব্যবসায়ী সাগর ও তার পরিবার। ভুক্তভোগীরা দুপচাঁচিয়া থানায় হাজির হয়ে আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
হামলার শিকার সাগর জানায় তিনি একজন মৎস্য ও ফার্নিচার ব্যবসায়ী গত ৪ বছর পূর্বে ৪৩ শতাংশের কাতে ৩ শতক সম্পত্তি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছে।
বাড়ি নির্মাণ করার পর পশ্চিম পাশে সামান্য সম্পত্তি ফাঁকা থাকায় সেখানে ইট বালু রাখে সাগর। কিন্তু কিন্তু আসামি রুবেল, আজিজার, আলমসহ ৬-৭ জন উক্ত সম্পত্তি তাদের দাবি করিয়া জোরপূর্বক জবরদখল করার চেষ্টা করে।
এই বিষয় নিয়ে ৩ বছর যাবত বিবাদীদের সহিত ঝগড়া বিবাদ চলছে। কিন্তু হঠাৎ করে আসামিগন সম্পত্তি জবরদখল করার জন্য দলবদ্ধ হয়ে, হাতে লাঠি,লোহার রড, হাসুয়া, নিয়ে এসে সাগরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সাগর তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তাকে এলোপাথারি মারপিট করে আসামি আজিজার রহমানের নির্দেশে।
শুধু তাকে মেরে ক্ষান্ত হয়নি তার হাতে থাকা লাঠি দিয়ে সাগরের অসুস্থ মাকে হাঁটুর হাড় ভাঙ্গা জখম করে। সাগরের বৃদ্ধ নানি তার মাকে বাঁচাতে আসলে তাকে ও মারধর করার জন্য উদ্যত হয় তখন তারা প্রাণভয়ে বসতবাড়িতে আশ্রয় নিলে আসামিগন বাড়ির মধ্যে প্রবেশ করে, আসামি আলমের হাতে হাসুয়া দিয়ে সাগরের মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তার মা ডান হাতে দ্বারা আটকানোর চেষ্টা করিলে উক্ত আঘাত সাগরের মায়ের ডান হাতের কনুইয়ে খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়। এরেপরে আসামীরা বাড়ি ভাঙচুর সহ 50 হাজার টাকার ক্ষতি সাধন করে সাগরকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।
অসহায় সাগর আসামিদের সঠিক বিচার চাই।