মুসলেহ উদ্দিন
প্রতিনিধি কক্সবাজার জেলা।
চকরিয়ার বদরখালী এলাকায় দুর্ধর্ষ ডাকাত ও দশ মামলার পলাতক আসামি সাহাব উদ্দীন পুলিশের হাতে আটক হওয়ার পর পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উত্তর নতুন ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, সাহাব উদ্দিনকে পুনরায় আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চকরিয়া থানার অপারেশন অফিসার মোস্তাকিনের নেতৃত্বে একদল পুলিশ বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনা এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিননকে আটক করে।
সে স্থানীয় আব্দুল করিমের ছেলে এবং তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে,তবে, আটক হওয়ার কিছুক্ষণ পর সাহাব উদ্দীন কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়
পুলিশ জানায়, ফোর্সের সংখ্যা কম থাকায় এই ঘটনা ঘটে।
ওসি মনজুরুল কাদের ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাহাব উদ্দীনকে আটক করা হয়েছিল, কিন্তু ফোর্স কম থাকায় সে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এর আগে সাহাব উদ্দীন একাধিকবার পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছে ,তাকে পুনরায় আটক করতে পুলিশি অভিযান চলমান রয়েছে।