
মাসুম রানা [ শ্রীপুর প্রতিনিধি ]
ফিলিস্তিনে (ইসরাইল) নৃসংশ গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ শুক্রবার আসর নামাজের পর গাজীপুরের শ্রীপুর উপজেলার আলেম-ওলামা,জামাতে ইসলামী, বিএনপি এবং গাজীপুর ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে। পালন করেছে নানা কর্মসূচী।
জামাতে উপজেলা আমির বলেন ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের বর্বর গণ হত্যায় উত্তাল বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ সারাদেশে সকল শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ হত্যাকান্ড বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে।
যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ফিলিস্তিনের গাজা ও রাফায় দফায় দফায় হামলা করে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। গত কয়েক দিন ধরে দেশটির বর্বরতার মাত্রা অতীতকে ছাড়িয়ে গেছে। তোমরা বর্ডার খুলে দাও আমরা যুদ্ধ করব ইসরাইলকে মাটির সঙ্গে মিশিয়ে দেব মন্তব্য করেন। বিশ্বের বিভিন্ন দেশে এই গণহত্যা বন্ধের দাবিতে আন্দোলন শুরু হয়েছে, চলবে।