বাকশাল তাবেদারী সরকার ১৫ বছর সকল ভালো কাজ বন্ধ করে দিয়েছিল – রফিকুল ইসলাম খান

শেরার করুন

মো: সাদমান সাকিব

উল্লাপাড়া,সিরাজগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৫ ই আগস্ট এর আগে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। বাকশাল তাবেদারি সরকার গত ১৫ বছর সকল ভাল কাজ বন্ধ করে দিয়েছিল। মিথ্যা মামলা দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকার মানুষের উপরে জুলুম নির্যাতন ও গণহত্যা সাধিত করেছে। সকল গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান।

নিত্য পণ্যের বাজারে সকল সিন্ডিকেট ভাঙতে হবে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, জামায়াত সরকার গঠন করলে, রাজা হবে না, জনগণকে প্রজাও বানাবে না। তারা জনগণের সেবক হয়ে কাজ করবেন।

আজ(২৭শে জানুয়ারি) সোমবার বিকেলে প্রতাপ মাঠে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খ.ম সাকলাইন, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু তালেব, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী প্রমুখ।

বগুড়া জেলা শ্রমিকদলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ’কে দেখতে ও শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নিতে, তাঁর বাসভবনে যান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বগুড়া জেলা শ্রমিক দলের এক নম্বর সদস্য লায়ন ফরিদ আহমেদ।