
স্টাফ রিপোর্টার।
একজন বিএনপির কার্ড ধারীসদস্য আরমান আলী কি করে বিএনপির অফিসে আগুন লাগাতে পারে? জাতির কাছে জানতে চায়।তিনি এখন মনে করেন আওয়ামীলীগ এর সময় পালিয়ে ছিলাম মামলার ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছি বিএনপির হাইব্রিড নেতার কারনে।
আমি মোঃ আলমগীর হোসেন আমার উপর শত্রুতা বসত কিছু নামধারী বিএনপি বলে দাবি করে আমাকে আগুন লাগানোর যে সড়যন্ত্রে ফাসানো হয়েছে তা ভিত্তিহীন এবং উদেশ্য প্রণাদীত।
যে সময় আমি বিএনপির মান বজায় রাখার জন্য কাজ করে গেয়াছিলাম আজ কিছু হাইব্রিড নেতা সেজে চাদার অফিস খোলায় আমি তা হতে দেই নাই
তাই অফিসে লাতি মেরে বলেছি বিএনপি কখনো চাদা তুলেনা এবং এমন অফিস সমর্থন করে না।সেই চাদার অফিসে বিএনপির অফিস তৈরি করিয়া,আবার তারাই অফিসে আগুন লাগাইয়া উল্টা আমাকে জালাও পোরাও মামলার ভয় দেখিয়ে থানায় অভিযোগ করেছে।
আমি ইহার তিব্র নিন্দা জানাই।এং বিএনপির উর্ধতম কর্তৃপক্ষ থেকে দ্রত পদক্ষেপ নিয়ে আমাকে বিএনপির কাজ করার জন্য বিনিত ভাবে জোরালো আহবান করছি।