
( নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে রবিবার (১৬ফেব্রুয়ারি) মোঃ সাজু ইসলাম নামে এক যুবক বিষ পান করে।সাজু বাহাগিলী ইউনিয়ন এর আছারাব উদ্দিনের বড় ছেলে সে রবিবার সকাল ১০ টার দিকে বিশ পান করে, পরে তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে কর্মরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেপাট করে।রংপুর মেডিকেল কলেজের চিকিৎসাক তাকে রাত ৯ টার সময় মৃত্যু ঘোষণা করেন।সাজু ইসলামের মেয়ে জানান তার বাবা বিষ পান করার সময় তারা কেউ বাড়িতে ছিল না। তার স্ত্রী বলেন আমি মানুষের বাসায় আলু তোলার কাজে বের হই হঠাৎ শুনতে পাই আমার স্বামী বিষ পান করেছে। গত তিন বছর যাবত সাজু ইসলাম মানসিক ভারসাম্যহীন। সাজু ইসলাম ভারসাম্যহীন হলেও সে গ্রামের মানুষের কাছে একজন প্রিয় মানুষ হিসেবে বেশ পরিচিত লাভ করেছেন তার মাগফেরাত কামনা করে গ্রামবাসী তার লাশ দাফন করেন।আজ সোমবার সকল ১১ টার সময় তার নিজ পারিবারিক কবর স্থানে।