ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬জন দগ্ধ!গুরতর (১)

শেরার করুন

 

মোঃ আমিনুল হক, উপজেলা প্রতিনিধি নবীগঞ্জ, হবিগঞ্জ

 

জানা যায় নবীগনজ উপজেলার সুজাপুর গ্রামের বাবুল মিয়া উনার বউ বাচ্চা এবং ছেলের বউ সহ পরিবারের সকলকে নিয়ে বহু দিন আগে ঢাকা পারি জমান জীবিকার তাগিদে। অসহায় ও নিঃস্ব একটি পরিবার। তারা ঢাকা গাউছিয়া দরগাঁও এরিয়াতে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বাবুল মিয়া শ্রমিক হিসেবে কাজ করে এবং ছেলে গার্মেন্টস এ কাজ করে তাদের সংসার চালাতো। অন্যান্য দিনের মতো কাজ করে তারা বাসায় ফিরে। গত ২৫/১০/২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ০৯:৩০ মিনিটে লাইনের গ্যাস বিস্ফোরণে একই পরিবারের মোঃ বাবুল মিয়া (৪০) সেলি বেগম (৩৬) মোঃ সোহেল মিয়া (২২) মোছাঃ মুন্নি বেগম (২০) মোঃ ইসমাইল (১২) মোছাঃ তাসলিমা বেগম (১০) দগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় তারা ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন রয়েছেন।