ডেক্স রিপোর্ট
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২৮১ (দুইশত একাশি) বস্তায়, ১৬,৫২,২৮০/- (ষোল লক্ষ বায়ান্ন হাজার দুইশত আশি) টাকার, ১৩,৭৬৯ (তের হাজার সাতশত উনসত্তর) কেজি ভারতীয় চিনিসহ একটি ট্রাক উদ্ধার, ০২ জন গ্রেফতারঃ
১৭/১০/২০২৪ খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে এসআই (নিঃ) আসলম আহমদ সকাল অনুমান ১১.৩০ ঘটিকায় সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন সিয়েরা-৬১ ডিউটি করাকালে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় অবস্থানকালে সংবাদ পান যে, কতিপয় ব্যক্তি ০১ (এক)টি বালু ভর্তি ট্রাকে করে ভারতীয় চিনি নিয়ে তামাবিল-সিলেট মহাসড়ক হয়ে সিলেট শহরে যাওয়ায় জন্য শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুরের দিকে আসতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্সসহ সকাল অনুমান ১১.৩৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুরস্থ সিলেট-তামাবিল বাইপাস সড়কের সিলেট ক্যান্টনমেন্টের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে চেকপোস্ট করা শুরু করেন। চেকপোষ্ট করাকালে বেলা অনুমান ১১.৫০ ঘটিকায় সিলেট শহরের দিকে আসা একটি বড় বালু বোঝাই ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামে। এসআই (নিঃ) আসলম আহমদ ট্রাকের ড্রাইভার ও তাহার সঙ্গীয় ০১ জনের নিকট ট্রাক গাড়ীতে কি আছে জানতে চাইলে তাহারা বালু পাথর আছে বলে জানালেও তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দখল ও হেফাজতে থাকা ট্রাক গাড়ীটি তল্লাশী করে ক) ০১(এক) টি হলুদ নীল বর্ণের পাঁচ টনী ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-০৫২৫, ইঞ্জিন নং-6BTAA51L63476732, চেসিস নং-395022F5R100793 যাহা সবুজ রংয়ের ত্রিপল দ্বারা ঢাকা এবং মূল্য অনুমান ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা, খ) ট্রাকের ত্রিপলের নিচে সাদা পলিথিন দিয়ে ঢাকা ২৮১ (দুইশত একাশি) বস্তা ভারতীয় চিনি, প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট (২৮১×৪৯) =১৩,৭৬৯ (তের হাজার সাতশত উনসত্তর) কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির অনুমান মূল্য ১২০ টাকা করে সর্বমোট মূল্য (১২০×১৩৭৬৯)= ১৬,৫২,২৮০/- (ষোল লক্ষ বায়ান্ন হাজার দুইশত আশি) টাকা মাত্র, প্রতি বস্তার গায়ে ইংরেজীতে GAURI SUGAR & DISTILLARIES PRIVAT LTD. MAHARASHTRA (INDIA) সহ অন্যান্য লেখা আছে উদ্ধারপূর্বক ১৭/১০/২০২৪ খ্রিঃ তারিখ ১২.১০ ঘটিকা হতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে এসআই (নিঃ) আসলম আহমদ বিধি মোতাবেক জব্দ করেন। বর্ণিত মালামাল জব্দকালে ধৃত ব্যক্তিদ্বয় মালামালের কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই। ধৃত অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা ১। মোঃ আল মামুন সাদ্দাম (৩৪), পিতা-মোঃ জবেদ আলী, মাতা-মোছাঃ মাহমুদা বেগম, সাং-কমলপুর, থানা-দিনাজপুর সদর, দিনাজপুর, ২। মোঃ রাকিব হোসেন (১৯), পিতা-মৃত বেলাল হোসেন, মাতা-তারা বানু, সাং-গলাহার, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর ও জব্দকৃত মালামালের মালিক দুলাল আহমদ (৩৮), পিতা-মৃত মরা মিয়া, সাং-হরিপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট বলিয়া প্রকাশ করে। উক্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং-১৮, তারিখ- ১৭/১০/২০২৪ খ্রিঃ; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়।