ডেক্স রিপোর্ট
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১০,৯৭,৮৯৬/- (দশ লক্ষ সাতানব্বই হাজার আটশত ছিয়ানব্বই) টাকার, ২৭৪৪.৭৪ মিটার ভারতীয় মখমল জাতীয় কাপড় সহ একটি মিনি বাস উদ্ধার, ০২ জন গ্রেফতারঃ
১৮/১০/২০২৪ খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে এএসআই (নিঃ) মোঃ সোহেল আহমদ শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সাধারণ ডায়রী নং ও পিসিসি নং মূলে ১৮/১০/২০২৪খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬.৪৫ ঘটিকায় রাত্রিকালীন সিয়েরা-৬৩ ডিউটি করাকালে শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজার এলাকায় অবস্থানকালে সংবাদ পান যে, কতিপয় ব্যক্তি ০১ (এক)টি মিনি বাসে করে ভারতীয় কাপড় নিয়ে তামাবিল-সিলেট মহাসড়ক হয়ে সুরমা গেইট হয়ে মুরাদপুরের দিকে আসতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে এএসআই (নিঃ) মোঃ সোহেল আহমদ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্স ও শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই(নিঃ) নিহারেন্দু তালুকদার সহ সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন কল্লগ্রাম সাকিনস্থ নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে চেকপোষ্ট শুরু করেন। চেকপোষ্ট করাকালে সকাল অনুমান ০৭.১৫ ঘটিকায় সুরমা গেইট হয়ে মুরাদপুরের দিকে আসা একটি মিনি বাসকে থামার জন্য সিগন্যাল দিলে বাসটি থামে। তখন মিনি বাসের ড্রাইভার ও তাহার সঙ্গীয় ০১ জনকে মিনি বাসের ভিতরে কি আছে জানতে চাইলে বাসের ভিতর থান কাপড় আছে বলে জানালেও তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দখল ও হেফাজতে থাকা মিনি বাসের ভিতরে তল্লাশী করে ক) ০৯ (নয়) টি মাঝারি সাইজের প্লাস্টিকের সাদা বস্তার ভিতরে ভারতীয় মখমল জাতীয় খয়েরী রংয়ের ১১ (এগারো) টি থানে মোট ৪২০ মিটার এবং লাল রংয়ের ১৩ (তের) টি থানে মোট ৫৩৪.০৫ মিটার ভারতীয় কাপড়, খ) ০৮ (আট) টি বড় সাইজের প্লাস্টিকের সাদা বস্তার ভিতরে ভারতীয় মখমল জাতীয় খয়েরী রংয়ের ১৬ (ষোল) টি থানে মোট ৬৫৫.২০ মিটার এবং লাল রংয়ের ২৮ (আটাশ) টি থানে মোট ১১৩৫.৪৯ মিটার ভারতীয় কাপড়, সর্বমোট (৪২০+৫৩৪.০৫+৬৫৫.২০+১১৩৫.৪৯)=২৭৪৪.৭৪ মিটার ভারতীয় কাপড়, প্রতি মিটার ভারতীয় কাপড়ের মূল্য অনুমান ৪০০/-(চারশত) টাকা করে মোট মূল্য (২৭৪৪.৭৪×৪০০)=১০,৯৭,৮৯৬/- (দশ লক্ষ সাতানব্বই হাজার আটশত ছিয়ানব্বই) টাকা, গ) ০১ (এক) টি সবুজ-সাদা-নীল-খয়েরী রংয়ের মিনি বাস গাড়ী, যার রেজিঃ নং-সিলেট-জ-১১-০৪৩৫, যাহার গায়ে NABID PARIBAHAN সহ অন্যান্য লেখা রয়েছে, যাহার মূল্য অনুমান ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা উদ্ধারপূর্বক ১৮/১০/২০২৪খ্রিঃ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকা হতে ১০.০০ ঘটিকা পর্যন্ত সময়ে এসআই(নিঃ) নিহারেন্দু তালুকদার বিধি মোতাবেক জব্দ করেন। বর্ণিত মালামাল জব্দকালে ধৃত ব্যক্তিদ্বয় মালামালের কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। ধৃত অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা ১। মোঃ সাজ্জাদুর রহমান (২৫), পিতা-মৃত সরন আলী, সাং-আসামপাড়া, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট ও ২। আব্দুল মান্নান (২৭), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-নিজপাট, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট এবং পলাতক অভিযুক্তদের নাম ঠিকানা ৩। স্বপন (২৮), পিতা-জলিল, সাং-২নং লক্ষ্মীপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট ও ৪। মানিক (২৬), পিতা-অজ্ঞাত, সাং-হাজীপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট বলে প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে মিনি বাস গাড়ীর ড্রাইভার ধৃত আব্দুল মান্নান (২৭) জানায় যে, জব্দকৃত মালামালের মালিক ধৃত মোঃ সাজ্জাদুর রহমান (২৫) ও পলাতক মানিক (২৬) এবং সহযোগী স্বপন (২৮)। বর্ণিত অভিযুক্তরা সবাই পরস্পর যোগসাজশে মিলে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় মখমল জাতীয় থান কাপড় সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে সিলেট শহরের দিকে নিয়ে যাইতেছিল বলে স্বীকার করে। উক্ত ঘটনায় এএসআই(নিঃ) মোঃ সোহেল আহমদ বাদী হয়ে ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং-২১, তারিখ- ১৮/১০/২০২৪ খ্রিঃ; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। ধৃত অভিযুক্তদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।