,,ভারতে মুসলিম স্বার্থ বিরোধী ওয়াক্ত বিল পাশের প্রতিবাদে মানববন্ধন।

শেরার করুন

দৈনিক বৈষম্য মুক্ত।

মোঃ আবুল কালাম প্রতিনিধি গাজীপুর সদর।

,,এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশে কোন ছাত্র সংগঠন সরাসরি রাজপথে নামার ঘোষণা দিল। এটা ভারতের সংখ্যালঘু মুসলমানদের স্বার্থ নয় শুধু, আমাদের এদেশের স্বার্থও জড়িয়ে আছে এখানে। আমরা যদি আজ নিপীড়িত জনতার পাঁশে না দাঁড়ায়, আগামীকাল যখন আমরা আবারও নিপীড়নের শিকার হবো তখন আমাদের জন্যও কেউ দাঁড়াবে না।

ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার সেদেশের মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার বন্দোবস্ত করছে। এজন্য তারা ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বাস্তবায়ন করেছে। এইগুলা সেই বৃহত্তর পরিকল্পনার অংশবিশেষ। এইসব অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরে আওয়াজ তুলুন। বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায় থেকেও প্রতিবাদ হওয়া জরুরী।