মাহে রমজানের গুরুত্ব ফজিলত।

শেরার করুন

মোহাম্মদ আবুল কালাম

প্রতিনিধি গাজীপুর সদর।

,, পবিত্র মাহে রমজানে গুরুত্ব অপরিসীম, রমজান ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ মাস, এবাদত পূর্ণ মাস, আত্মা শুদ্ধি সংযত হওয়ার তাকওয়া অর্জন করা,এই মাসে কোরআন নাজিল হয়ার মাস, এই মাসের সিয়াম অর্থাৎ (রোজা) সমগ্র মুসলিম জাতির উপরে ফরজ করা হয়েছে।

পবিত্র এ রমজান মাসে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহ এর ওপরে অনুগ্রহ করেছেন,তাদেরকে সুযোগ দিয়েছেন,এবং গুনাহের জন্য অনুতপ্ত এবং তাদের সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে(,২:১৮৫) সূরা আল বাকারা,তিনি এই মাসে কোরআনকে নাযিল করেছেন, এবং আল্লাহ তা’আলা এ মাসে ওয়াদা করেছেন পবিত্র সিয়াম ও সাধনা রোজা কে আল্লাহ তায়ালা ফরজ করে দিয়েছেন, সূরা আল বাকারা( ২:১৮৩)এবং সিয়াম সাধনার পুরস্কার একমাত্র আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে অনুগ্রহ করেছেন, তিনি দয়া ও করুণাময়,তিনি সকল মানবজাতির স্রষ্টা,তিনি বান্দাদের উপরে অনুগ্রহ করেন, এবং দয়া ও করুণাময়।

,তিনি এ মাসের শবে কদর দিয়েছেন, যা হাজার মাসের চাইতে উত্তম।

,,রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে বন্দী করা, (সহি বুখারী হাদিস ১৮৯৯)

রোজার মাধ্যমে গোনা সমূহকে মাপের সুযোগ দেয়া হয়, যাহারা বিশ্বাস স্থাপন করে নেক নিয়তে রোজা রাখে, আল্লাহ তাআলা তাদের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন, (সহি বুখারী হাদিস ৩৮ )

,, রোজার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, রোজা আমাদের খোদা ও তৃষ্ণা অন্যান্য যাবতীয় পানাহার থেকে ধৈর্য শক্তি অবলম্বন করতে শেখায়, রোজার মাধ্যমে আমাদের তাকওয়া অবলম্বন করতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়।

রমজান মাস মুসলমানদের জীবনের ইবাদতের গুরুত্বপূর্ণ একটি মাস, যা আত্মাসুদ্ধি এবাদত ও আল্লাহ তায়ালার নৈকট্য লাভের একটি শ্রেষ্ঠ সুযোগ, তাই আমাদের সকলের উচিত, প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত যথাযথ কাজে লাগানো, তাই আসন,আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করি।।