মিশুক চালক আনিছুর রহমান ঠান্ডা মিয়া হত্যাকান্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

শেরার করুন

তানিন আফরিন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার চাঞ্চল্যকর পত্রিকা বিক্রেতা ও অটো মিশুক চালক আনিছুর রহমান ঠান্ডা মিয়া হত্যাকান্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১৩ রংপুরের সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল জয়নুল আবেদীন।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদরের বানিয়াজান এলাকার মৃত খলিল মিয়ার পুত্র কবির আলম (২৭), সাদুল্লাপুরের বুজরুক পাটানোছা এলাকার আনিছুর রহমানের পুত্র রাসেল মিয়া (২৮) ও একই উপজেলার ক্ষুদ্র রসুলপুর গ্রামের মোসলেম উদ্দিন মন্ডলের পুত্র শহিদুল ইসলাম বাবু (৪০)।

লে. কর্ণেল জয়নুল আবেদীন বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ২৫ এপ্রিল ভোররাতে তারা ঠান্ডা মিয়াকে ছুরিকাঘাতে আহত করে গাইবান্ধা সদরের নেসকো-১ অফিসের পাশে ফেলে রাখে এবং অটো মিশুকটি নিয়ে পালিয়ে যায়। পরে ঠান্ডা মিয়ার স্ত্রী অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার রাতে গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে এই মামলায় সন্দেহভাজন আরিফ মিয়াকে (২৫) গ্রেফতার করে র‌্যাব। আরিফ গাইবান্ধা সদরের ডেভিড কোম্পানীপাড়ার মৃত শাহজাহান ঘটকের পুত্র। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মিশুকটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও মাদক ও চুরি-দস্যুতার মামলা ছিল।

পুলিশ জানায়, ২৫ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা শহরের রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে ঠান্ডা মিয়ার অটো মিশুকে ওঠে। স্টেডিয়ামে পৌঁছার পর তারা ঠান্ডাকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মিশুকটি নিয়ে যায়।