
স্টাফ রিপোর্টার। টেকসইজীবনধারায় একটি ন্যায়সঙ্গত রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রংপুর মহানগরীতে র্যালী, আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সি আর বি) রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মসূচি পালিত হয়। বিকেল চার ঘটিকায় টাউন হল চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি র্যালী বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো টাউন হল চত্বরে এসে শেষ হয়। বিকেল সাড়ে চার ঘটিকায় পাবলিক লাইব্রেরী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবির সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান স্যান্ডো।অনুষ্ঠানে ভোক্তার অধিকার নিয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ মাহবুবার রহমান মাহবুব, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদস্য সচিব রংপুর মহানগর এ বি পার্টি। জনাব মোঃ আতিকুল ইসলাম লেলিন, সদস্য সচিব রংপুর মহানগর যুবদল। জনাব মোঃ আহসান উল হক তুহিন, সংগঠক জেলা ও মহানগর, জাতীয় নাগরিক কমিটি, রংপুর। জনাব মোঃ মিজানুর রহমান মিল্লাত, সাবেক শিবির নেতা, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ), হাজীরহাট থানা,রংপুর। জনাব মোঃ সিয়াম আহসান আয়ান, ছাত্র প্রতিনিধি, মহানগর কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,রংপুর। জনাব এস এম জাকির হুসাইন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর এর প্রধান সমন্বয়ক। জনাব সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: রাকিবুল হাসান পরাগ, সিআরবি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মো: সেলিম মাহমুদ সিআরবি এক্টভিস্ট। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন।